You are currently viewing রেকর্ড পয়েন্টের হাতছানি বসুন্ধরা কিংসের সামনে

রেকর্ড পয়েন্টের হাতছানি বসুন্ধরা কিংসের সামনে

চার ম্যাচ হাতে রেখেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। এরপরও ঘরোয়া ফুটবলের পারফরম্যান্সে এতটুকু ছন্দপতন হয়নি দলটির। প্রতি ম্যাচেই পুরো শক্তির দল নিয়েই খেলছে তারা। শিরোপা নিশ্চিত করার পরও প্রতিটি ম্যাচেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। একমাত্র গোলটি করেছেন রবসন রবিনিও। বিজ্ঞাপন বিজ্ঞাপন বসুন্ধরার জোনাথন গোলমুখে ক্রস ফেলার চেষ্টা করছেন বসুন্ধরার জোনাথন গোলমুখে ক্রস ফেলার চেষ্টা করছেন ছবি: বাফুফে এই জয়ে ঘরোয়া ফুটবলে একটা রেকর্ড হাতছানি দিচ্ছে বসুন্ধরা কিংসকে। সেটা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড। এখন পর্যন্ত ২৩ ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৬৪ পয়েন্ট। ২০ সেপ্টেম্বর লিগের শেষ ম্যাচটি আবাহনীর বিপক্ষে। ওই ম্যাচ জিততে পারলে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছোঁবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। রেকর্ডটা বর্তমানে আবাহনীর অধিকারে। বিজ্ঞাপন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন সাফে বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, আজ ম্যাচ চলাকালেই এসেছে সে খবর বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন সাফে বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, আজ ম্যাচ চলাকালেই এসেছে সে খবর ছবি: বাফুফে ২০০৯-১০ মৌসুমে ২৪ ম্যাচে ৬৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। বসুন্ধরা কিংস এবারের লিগে মাত্র একটি ম্যাচই হেরেছে, চট্টগ্রাম আবাহনীর কাছে। ড্র করেছে একটি ম্যাচ। সেটা শেখ জামালের সঙ্গে।

Leave a Reply