Technology
ভারতের পর আইপিএলের দলেরও অধিনায়কত্ব ছাড়বেন কোহলি?

দায়িত্বের ভার চেপে ধরেছে তাঁকে। এ কারণেই নাকি টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের এ সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। ৩২ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান গতকাল টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে এমন একটি ব্যাখ্যাই এসেছে। কিন্তু আজ বিসিসিআইয়ের সাবেক এক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন—তাহলে কি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্বও ছাড়বেন কোহলি? ভারতের টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন বলে নিজের বিবৃতিতে জানিয়েছেন কোহলি। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিয়ে সেখানে কোনো কথা বলেননি তিনি। কিন্তু বিসিসিআইয়ের সাবেক ওই কর্মকর্তার কথা—ভারতের প্রিমিয়ার লিগের দায়িত্বের ভার আর চাপ তো কোনো আন্তর্জাতিক ইভেন্টের চেয়ে কম নয়!