Home movies গার্দিওলাকে ম্যান সিটিরই সমর্থকদের পরামর্শ—নিজের চরকায় তেল দাও

গার্দিওলাকে ম্যান সিটিরই সমর্থকদের পরামর্শ—নিজের চরকায় তেল দাও

0
গার্দিওলাকে ম্যান সিটিরই সমর্থকদের পরামর্শ—নিজের চরকায় তেল দাও

কে মাঠে খেলা দেখতে এসেছে, কে বাড়িতে বসে আছে, কোন সমর্থক দলের গোলে লাফিয়ে উঠল না কিংবা কোন সমর্থক দলের হারে কাঁদল না—এসব দিকে নজর না দিয়ে পেপ গার্দিওলাকে কোচিংয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। তা হঠাৎ করে প্রিয় দলের তারকা কোচের ওপর চটে গেলেন কেন ম্যান সিটির সমর্থকেরা! নাহ্‌, তেমন কোনো জটিল বিষয় নয়। গার্দিওলা ম্যান সিটির সমর্থকদের ওপর একটু অভিমান করেছিলেন। সেই অভিমান থেকে একটা বেফাঁস মন্তব্যও করে বসেছিলেন তিনি। ম্যান সিটির সমর্থকেরা গার্দিওলার সেই অভিমানের অনেকটা চাঁছাছোলা জবাবই দিয়েছেন। বিজ্ঞাপন বিজ্ঞাপন চ্যাম্পিয়নস লিগে বুধবার সিটি-লাইপজিগ ম্যাচ চলার সময়ে দৃশ্যমান ছিল পেছনে গ্যালারির ফাঁকা আসন চ্যাম্পিয়নস লিগে বুধবার সিটি-লাইপজিগ ম্যাচ চলার সময়ে দৃশ্যমান ছিল পেছনে গ্যালারির ফাঁকা আসনছবি: রয়টার্স ঘটনাটা গত বুধবার চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে ম্যান সিটির ম্যাচকে ঘিরে। নিজেদের মাঠ ইতিহাদে লাইপজিগকে ৬–৩ গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচটি দেখতে ইতিহাদে উপস্থিত ছিল মাত্র ৩৮ হাজার সমর্থক। অথচ ইতিহাদের আসনসংখ্যা ৫৪ হাজার। গ্যালারির বিভিন্ন দিকে ফাঁকা আসন দেখে ভালো লাগেনি গার্দিওলার। ম্যাচ শেষে তিনি সমর্থকদের উদ্দেশ করে বলেছিলেন, দলকে আরেকটু ভালো করে সমর্থন করুন গার্দিওলার এই মন্তব্য খুব একটা পছন্দ হয়নি ম্যান সিটির সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কোচের এমন মন্তব্যের সমালোচনা করেছেন। ম্যান সিটির অফিশিয়াল সমর্থক গোষ্ঠীর মহাপরিচালক কেভিন পার্কার তো সরাসরিই বলে দিয়েছেন—গার্দিওলার উচিত কোচিংয়ে মনোযোগ দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here