Home Science আফ্রিদির হতাশা, গুজবে কান দিয়েই সিদ্ধান্তটা নিয়েছে নিউজিল্যান্ড

আফ্রিদির হতাশা, গুজবে কান দিয়েই সিদ্ধান্তটা নিয়েছে নিউজিল্যান্ড

0
আফ্রিদির হতাশা, গুজবে কান দিয়েই সিদ্ধান্তটা নিয়েছে নিউজিল্যান্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরিই বলেছে, সফর বাতিলের সিদ্ধান্তটা ‘এককভাবে’ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি। এত নিশ্চয়তা দেওয়ার পরও নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা তো নিউজিল্যান্ড দলকে আইসিসির দরবারে নিয়ে যাওয়ার হুমকিই দিয়ে রেখেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও সরাসরিই প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের এমন সিদ্ধান্ত নিয়ে। আফ্রিদির চোখে, নিউজিল্যান্ড স্রেফ একটা গুজবের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়ে নিল! বিজ্ঞাপন বিজ্ঞাপন পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ডছবি: এএফপি নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের খবর ছড়িয়ে পড়ার পরই সরব হয়ে উঠেছে টুইটার। আফ্রিদি টুইটে লিখেছেন, নিরাপত্তার হুমকিটা নিছকই গুজব, ‘সব রকমের নিশ্চয়তা দেওয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?’ নিজের হতাশা লুকাতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজমও, ‘হুট করে সিরিজ স্থগিতের এমন সিদ্ধান্তে খুবই হতাশ। এ সিরিজটা পাকিস্তানের কোটি ক্রিকেট–সমর্থকের মুখে হাসি ফোটাতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সামর্থ্য ও বিশ্বাসযোগ্যতার ওপর পূর্ণ আস্থা আছে আমার। তাঁরা আমাদের গর্ব, সব সময়ই থাকবে।’ বিজ্ঞাপন পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ, সেটা মনে করিয়ে দিয়েছেন পেসার হাসান আলী, ‘এমন খবর পাওয়ার পর আমাদের সমর্থকেরা কেমন হতাশ হবেন, সেটা ভেবেই কষ্ট পাচ্ছি। বিশ্বকে আবারও বলতে চাই, আমাদের দেশ ক্রিকেটের জন্য নিরাপদ। আমাদের সমর্থকদের বলতে চাই, পাকিস্তান দল এমন দুঃখের সময়কে সুখের সময়ে পরিণত করবে ইনশা আল্লাহ।’ এর আগে করোনাভাইরাস শঙ্কায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলেনি ভারত। তারও আগে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে ইংল্যান্ড দল দেশে ফিরে এসেছিল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলছেন, শেষ মুহূর্তে সফর স্থগিতের এমন সিদ্ধান্তের প্রভাব পড়বে ক্রিকেট বিশ্বের ওপরই, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য বিষয়টা লজ্জার। এভাবে শেষ মুহূর্তে সফর স্থগিতের সিদ্ধান্ত খেলাটার ওপর বড় আর্থিক প্রভাব ফেলবে। আশা করি নিরাপত্তার ব্যাপারটার সমাধান হবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here