Home Education গত মৌসুমে ৪ হাজার ৮৩২ কোটি টাকা লোকসান গুনেছে বার্সা

গত মৌসুমে ৪ হাজার ৮৩২ কোটি টাকা লোকসান গুনেছে বার্সা

0
গত মৌসুমে ৪ হাজার ৮৩২ কোটি টাকা লোকসান গুনেছে বার্সা

বার্সেলোনার টাকাপয়সার সমস্যা নতুন নয়। ক্লাবের মোট দেনার পরিমাণ বেশ আগেই বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। এর মধ্যে গত মৌসুমে আর্থিক লোকসানের অঙ্ক জানাল বার্সা। কাল ক্যাম্প ন্যুতে বার্সার পরিচালনা পর্ষদ এক বৈঠকে বসেছিল। ক্লাবের দৈনন্দিন পরিচালনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এ বৈঠকে। পরিচালনা পর্ষদের এ বৈঠক থেকেই জানা গেছে, গত মৌসুম, অর্থাৎ ২০২০–২১ অর্থবছরে বার্সার লোকসানের পরিমাণ ছিল ৪৮ কোটি ১০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৪ হাজার ৮৩২ কোটি টাকা। বিজ্ঞাপন বিজ্ঞাপন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাছবি: এএফপি এই মৌসুমের জন্য বাজেটের অঙ্কও প্রকাশ করেছে বার্সা। ২০২১–২২ মৌসুমে ক্লাবটির বাজেট ৭৬ কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৬৮৬ কোটি টাকা। কাল বৈঠকের পর জানা গেছে, ক্লাবের বর্তমান আর্থিক অবস্থা কেমন, তা নিয়ে আগামী ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে বিশদ জানাবেন বার্সার প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরান রেভেরতের। বার্সার আর্থিক অবস্থাই ছিল কাল পরিচালনা পর্ষদের বৈঠকের মূল আলোচ্য বিষয়। হোয়ান লাপোর্তা বার্সা সভাপতি হয়ে আসার পর থেকেই ক্লাবটির দেনা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, এমন কথা জানিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস লিখেছে, লাপোর্তার এই চেষ্টায় কতটুকু অগ্রগতি হলো, সেটাও জানা যাবে ৬ অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here